সবকিছু অচেনা হয়ে যায় একসময় -
চেনা পথ; চেনা ঘ্রাণ;
চেনা আদুরে ডাক; ভীষণ পাগল ভালোবাসা!


এ জগৎ মায়ার আঁধার -
কখন কে মায়াজালে আটকা পড়ে
কেউ বলতে পারে না!
মায়া! জাল!
তারপর এক রঙিন দুনিয়া!
সবকিছু ভালোলাগা -
জড়িয়ে ধরা ক্ষণ; উষ্ণ চুমু;
শ্বাস-প্রশ্বাসের মিথষ্ক্রিয়া!


ঘোর কেটে যায় হঠাৎ!
শুরু হয়, না চেনার ভান;
শুরু হয়, 'ধুঃচ্ছাই, ভাল্লাগে না'- বলা!
'কেন মৃত্যু আসে না' - এমন আফসোস উচ্চারিত হয়
পুরো প্রার্থনা জুড়ে!