প্রেমে জেগে উঠে আত্মা
আর কামে জাগে শরীর।
আত্মাকে স্পর্শ করা যায় না বলেই-
মানুষ স্পর্শ করে শরীরকে।
যে শরীর আস্ত একটা সামুদ্রিক জাহাজ!


উপচে পড়া উথাল-পাতাল ঢেউয়ে
দোল খায় যে শরীর,
যে শরীরের ওষ্ঠ জোড়ায় লেপ্টে থাকে
গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ,
যে শরীরের ঘ্রাণে মেশানো থাকে
রেড ওয়াইন, হুইস্কি, ভদকা,
সে শরীর স্পর্শ করে না-
এমন পাথুরে প্রাণ খুঁজে পাওয়া মুশকিল!


মহারাজ রবি ঠাকুর থেকে শুরু করে-
সদ্য তুড়ি দেয়া কবি'র পরাজয়ও যেন ঐ শরীরেই!


বিচিত্র এ জাহাজ অধিকার করতে গিয়ে
কতশত ডুবে মরেছে,
কতশত মাতাল হয়ে পড়ে রয়েছে পথেঘাটে,
তার হিসেব নেই!


তবুও তা'র শরীর চাই!


আত্মাকে জাগানোর চেয়ে;
শরীর স্পর্শে যেন মরণও ভালো!