যুবতী পথে কেউ হাঁটে না আর
পুরোনো পথিকের অধিকারে -
কেবল ছাইপোড়া গন্ধের ধ্বনি শুনি


নববরণে ফুলেল শুভেচ্ছা
বোশেখী গানের তাল
নবোল্লাসে সূর্যস্নানের সাধ
সে'সব মূহুর্তে এখন কেবল ঋণী


আলিঙ্গনে গা ভেজা সে সুর
ষড় ঋতুর আশ্চর্যে মেশানো
এখন কেবল বর্ষা ডাকে আম-পরা বৃষ্টি


দেখেছি পথে হুচট খেতে কত
ঘূর্ণি চোখে পাকা অভিনয়
ঢেউয়ের চূড়া ধরে রাখা হাল
উপচে পরা উঠোনে নানান রঙের সৃষ্টি


শতেক ছোঁয়া নব্য বুনোহাতে
পাল্টে গেছে চেনা গলি
কত রঙে রঙিন ছিল চেনা প্রতিচ্ছবি


অলিগলি হলো ঋতুর চাহিদা মেনে
ঝাপটা মারে উড়ন্ত ঈগল
সাপ কেউটে বসায় সেথা কামড়
ঐ পথে নিষিদ্ধ আজ নাগর-নোঙর সবই