এখনো আমি বিজয়-পানে চেয়ে থাকি ভাই-
চেয়ে থাকি,
পূর্ণ স্বাধীন কবে হবো আর তার হিসাব আজ-
আজো রাখি।


শুনবো কবে ভোর হওয়া সুরে সূর্যোদয়ের
আলো-হাসি,
স্বাধীন ত্যাজে বলবো আবার ভালোবাসি এ দেশ-
ভালোবাসি।


কবে পাবো ফিরে আপন বাড়ি, ইচ্ছে যেথা-
প্রাণ কাটাই,
বিজয়ের আশায় এখনো ভাই- গেয়ে যাই গান-
গেয়ে যাই!


দেখবো কবে এ দেশ হয়েছে সকল মানুষের-
সমান বাস,
যেথা নাই কোনো ভেদাভেদ, নাই ধরম-দোহাই এ-
সর্ব-নাশ!


সেদিন কবে দেখবো আবার  স'সম্প্রদায়ের-
মিলন বেশ,
আমাদের যা দেখার ছিল দেখাচ্ছে কি তা-
বাংলাদেশ?