তোমার অপ্রকাশিত প্রেমের কারণে
কবি মাতাল হয় পূর্ণিমা-আলোয়
আলিঙ্গনে জড়িয়ে ধরে ফাগুনী শীত
বসন্তদূতের সুরে গান তুলে বন্য সঙ্গিনীর আশায়!


কেবল তোমার প্রেম অপ্রকাশিত বলেই
জাহাজ-ভাঙা শব্দ শোনা যায় কবি হৃদয়ে
মত্ত হয়ে ঝাপিয়ে পড়ে শিমুল-গোলাপ বনে
কাঁটার আঘাতেও সুখ খুঁজে মরে দিগবিদিক!


তোমার অপ্রকাশিত প্রেমে উন্মাদ হয়ে
কবি ছুটে চলে উত্তাল সমুদ্র ঢেউয়ে
নোনা জলে সাঁতার কাটে নগ্ন হয়ে
দিশেহারা হয়ে খুঁজে মরে তোমার শরীরী ঘ্রাণ!


কেবল তোমার অপ্রকাশিত প্রেমের আশায়
কবি এখনো রাত-বেরাতে মত্ত হয়ে ঘুরে
অলিগলিতে কাঁচা লেবুর ঘ্রাণ নেয়
প্রহর জুড়ে তোমার আশায় বসে থাকে দৃঢ় বিশ্বাসে!