কবিতায় এখন আর আসো না তুমি
সেই কবে; কোনো এক চন্দ্রিমা রাতে
এসেছিলে শেষবার!
আমাদের দেখা হলো,
মুখোমুখি বসা হলো,
কথা হলো না শুধু।
হাজার বছরের অভিমানে ভারী হয়ে গিয়েছিল চারপাশ!
ভোকাল কর্ডে আটকা পড়ছিল স্বর!


তারপর আজকের এ দিন
স্মরণ করার এ দিনে কেবল আফসোস জড়ানো।
তুমি তোমার পথে সুখে আছো বোধহয়
অথবা ভান করছো সুখে থাকার!


আমি আর ভান করতে পারছি না-
সুখে নেই আমি!
প্রেমহীন পৃথিবীতে কে সুখে থাকে বলো?