কিছু পথ মাড়িয়ে যাবার নয়
কিছু পথ হারিয়ে যাবার ভয়
পথ হয়েছে পথের কাঙাল - অনেকখানি ক্ষয়!


হাওড়-বাওড় পথ
জলে জলে মাখামাখি
রঙধনুতে আঁকাজোখি
জেগে ওঠা শাপলা ফুলে
আটকে মনোরথ!


সমুদ্র পথের ঢেউ
উথলে ওঠে হঠাৎ হঠাৎ
মাঝিমাল্লা হয় কপোকাত
হাল ছুটে যায় বেহাল হয়ে
বাদ পড়ে না কেউ!


কংক্রিটে পথ মেশা'
ইঞ্জিন চাকায় পৃষ্ঠ দেহ
হাজার বারণ মানে না কেহ
প্রাণ চলে যায় দেহ ছেড়ে
মিথ্যে ভালোবাসা!


কিছু পথ ভুলে যাওয়ার নয়
পথ হয়েছে পথের কাঙাল - পথেই পথের ক্ষয়!