জেনেছে যে প্রেম বুঝেছে যে তা অতল তল চষে,
আর সব ভুলে মিশেছে হৃদয়ে-
দিয়েছে ব্যাথা সব ভেসে!
আরাধ্য যে রূপ খুঁজেছে এ গলি ও গলি করে দিন,
ফের ছুটে এসে পড়েছে তা'তে-
চেয়েছে শোধিতে ঋণ!


এমনই করিয়া দিন হলো গত কতশত পুড়ে ধূপ!
ভোরের আলোয় ছড়িয়ে পড়েছে-
আনন্দে হয়েছে চুপ!
পুষ্পমালা গেঁথেছে বসিয়া নিঝুম নিরালায়,
আর সব মিছে ভেবেছে কত-
বসে বসে আঙিনায়!


শরৎ-আকাশে এঁকেছে স্বপ্ন খোঁপাতে জারুল ফুল,
পুরো যৌবন কৈশোরে ভরা-
হারিয়ে ফেলেছে কূল!
দিকে দিকে সব রঙিন যেন এতকাল ছিল কোথা',
এ প্রেম স্বর্গ এ প্রেম ধর্ম-
গাইছে কেবল এ গাঁথা!


এ প্রেম-বনে ছড়ায় বাসন্তী কুহু কুহু সুর একা-
এ ডাল ও ডাল ছুটে চলে সে-
যদি পেয়ে যায় দেখা!
এমনই করিয়া মোহিত হয় সবে তনু করে শিরশির,
আহা! এ রূপ ভীষণ প্রিয়!
ভ্রমর করেছে ভীড়!