বুনোহাত খুঁড়ে খায়
সারা-রাত
রণাঙ্গন ঠোঁটজোড়ে
ইচ্ছেরা হয় কপোকাত


দলিত দেহ বাসি হয়
অজানায়
ঘুম ভাঙে আলোতে
বেলা ভুলে দূর অবেলায়


আকাশে কালো মেঘ -
নামে ঢল
ভাদুরে সারমেয়
অসময়ে খুঁজে তার বল


জাগে চর নাব্য নদীতে -
বালুময়
অনড় বুনোহাত
মরীচিকা দেহ পড়ে রয়