এখানে সম্মিলিত ঝগড়া হয়
মারামারি হয়; হয় কাটাকাটি,
এখানে চুপটি করে বাসা বাঁধে
বর্ষা রঙের শালিক-চড়ুই ঝুঁটি!
এখানে ঘাঁপটি মেরে বসে থাকে গুই'
সুযোগে ঘর আর ছিদ্র করে বেড়া
কার দলে কে যে চালায় হাত
সর্বস্ব হারিয়ে কে হয় খোঁড়া!
এখানে কলকাকলি আগুন ঝরে
প্রেম-উৎপীড়ন হয় পাশাপাশি
উড়ে উড়ে শান্তি খুঁজে কপোত
ডানায় উড়ায় বৃষ্টি পড়ার খুশি!
এখানে ইশারায় হয় মিল-মোহাব্বত
নিকষ কালো কষ্টরা হয় সাদা
ভোরের বায়স ডাকে কোকিল সুরে
গান-বাজনায় মিশে জল আর কাদা!