ভীষণ কালো বৃষ্টি হয়
দৃষ্টি ফেলে সৃষ্টি করে
ক্লিষ্ট দেহে অয়োময়
রোদ উবে যায় বোধ মরে
সুদ থেকে যায় খুদ ঘরে
প্রতি-শোধে খুন ঝরে আর
হঠাৎ জাগে ভীষণ ভয়
ভীষণ কালো বৃষ্টি হয়!


ভীষণ নীলাভ কষ্ট হয়
নষ্ট মনে পিষ্ট করে
ভ্রষ্ট হয়ে বসে রয়
সুখ চলে যায় মুখ গুঁজে
বুক কাঁপে আর চোখ কাঁপে
প্রতি-শোকে অশ্রু ঝরে, হয়
জীবন পূর্ণ বিষাদময়
ভীষণ নীলাভ কষ্ট হয়!


ভীষণ ধূসর মায়া হয়
কায়ার উপর ছায়া পড়ে
দয়া দেখায় অসময়
জল ফেলেছে ছল করে
বল দেখিয়ে কল নাড়ে
খল চরিত্রে ধ্বংস হয়ে দেখি
হঠাৎ জীবন শূন্যময়
ভীষণ ধূসর মায়া হয়!


ভীষণ রঙিন ইচ্ছা হয়
সাচ্চা জীবন কেচ্ছা না হোক
গচ্চা অতীত দুঃখালয়
ফের ছুটে যাই ঢের সুখে
বের হয়ে যাই ভোর রেখে
ঘের বেঁধেছি শক্ত করে
হঠাৎ জগৎ আলোময়
ভীষণ রঙিন ইচ্ছা হয়!