স্বাধীনতা আমার,
পলাশ ফুলে হাত রাঙিয়ে বুক ছেঁড়া সে ডাক,
স্বাধীনতা আমার,
মিছিলের হাতে লেখা সে ছড়া-"জাগো, রুখো 'পশু-পাক'!"
স্বাধীনতা আমার,
হাজার রঙে স্বপ্ন রাঙানো শহীদ ছেলের বুক,
স্বাধীনতা আমার,
বিধবা মায়ের আঁচলে জমা স্বাধীন হওয়ার সুখ।
স্বাধীনতা আমার,
'মুজিব ডাকে' শিরায় জাগানো মুক্তি হওয়ার সাধ,
স্বাধীনতা আমার,
অকুতোভয়ে অমর ত্যাগে ভেঙে ফেলা সব বাঁধ।
স্বাধীনতা আমার,
"না করি ভয়"- শ্লোগানে মুখর শহরের অলি-গলি,
স্বাধীনতা আমার,
জড়ো হওয়া প্রাণে উচ্চারিত-"হোক, তবে হোক বলি!"
স্বাধীনতা আমার,
বীর-প্রাণেতে শক্তি জোগানো অজস্র কবিতা গান,
স্বাধীনতা আমার,
অসীম সাহসে রুখে দাঁড়ানো কামান-গুলি'র বাণ।
স্বাধীনতা আমার,
কৃষকের সেই ঘামঝরা দেহে একটু সোনালি হাসি,
স্বাধীনতা আমার,
সাহসী কিশোরীর মেঠোপথে লেখা-"তোমায় ভালবাসি।"
স্বাধীনতা আমার,
অকুতোভয়ে হেঁটে যাওয়া সেই হাজার নগ্ন পায়,
স্বাধীনতা আমার,
হিংস্র জলেও ভেসে চলা পালতোলা এক নায়।
স্বাধীনতা আমার,
সবুজে মেশানো রক্ত আকরে লক্ষ অমর প্রাণ,
স্বাধীনতা আমার,
দীপ্ত কন্ঠে গেয়ে চলা মাঠে নজরুলের যত গান।
স্বাধীনতা আমার,
গৌরবে ভরা বীর সেনাদের বিজয়ে তোলা সুর,
স্বাধীনতা আমার,
চোখের জলে লালন করা স্বাধীন হওয়ার ভোর।
স্বাধীনতা আমার,
ভাষার তরে প্রাণ দেয়া সেই- রফিক, শফিক, সালাম,
স্বাধীনতা আমার,
উঁচিয়ে ধরা লাল-সবুজে স্বাধীন দেশের নাম।
স্বাধীনতা আমার,
বিশ্ব বিবেকে যে নামের মহিমা হবে না শেষ,
স্বাধীনতা আমার,
বুক ভরে খুব উচ্ছ্বাসে বলা-"সোনার বাংলাদেশ।"