জানি না হয়েছে কি!
শুনেছি হঠাৎ তার কথা মন ভরে।
ভাঙা ভাঙা সুর-
দিয়েছে ব্যাথা হৃদয় অন্তপুরে!


ব্যাথা দিয়ে কেড়েছে-
হৃদয়ের সুখ-অসুখ যত ছিল 'দিন,
আঁধারে আলো ফেলে-
বেজে চলেছে যেথা শ্বেতশুভ্র বীণ!


যেই কথা সেই কাজ-
টের পাই আনন্দে হৃদয়ে অনুরণন!
পঞ্চমীর চাঁদ দেখি-
তার সুরে ধরে রাখে আলো ভরা ক্ষণ!


রঙিন আজ সবই যেন!
চারিদিক ছড়ায় যেন নব নব ঘ্রাণ!
তার সুরে গান লিখি-
তার কথায় জেগে উঠে হারানো সে প্রাণ!