ফের ডুব গেছে পঞ্চমীর চাঁদ!
উঁকি দিয়ে আশা জাগায়
দু'এক প্রহর,
'ভালোবাসি' বলে না;
শুধু কুশল বিনিময়,
জানলায় দেখি-
শরতের কাক ডাকা ভোর।


মরণের সাধ মরে-
এতটুকু সুখ বিনিময়ে,
কল্পনার ঘোর কাটে;
যখন দেখি-
এ সুখ আমার নয়,
জাল ফেলে বসে আছে
ভাদুরে সারমেয়!


কতকাল এভাবে-
কাঙাল হয়েছি জনম জনমে;
কেবল ভালোবাসি শোনার আশায়!


সবকিছু দিয়ে দেয় তার,
কেবল ভালোবাসা দেয় না!
কেড়ে নেয় অধিকার
সন্ধ্যের কুপি বাতিটা!