অনেকটা পথ ঘুরে ঘুরে ফিরে-
ক্লান্ত এ দেহে ঘামঝরা সুখ খুঁজি,
দূরে দূরে সেই চমকিত হাসি-
স্মরণে ভাসে;
ইচ্ছে যেথা হারাবো জ্ঞান রোজই।
বৃষ্টিভেজা দিন ভুলেছি, ঋণে পড়েছি-
হাসিমাখা সেই মুচকি ভাঁজের ঠোঁটে,
বারে বারে চোখ গিয়েছে যেথা-
অবাধ্য মন;
চাইছে ভীষণ, কপালে যেন তা জোটে।
ডিঙি নাওয়ের পথ, ফিঙে হয়ে গেছি-
আরাধ্য সে রূপ, একটুখানি পেতে,
দ্বারে দ্বারে ঘুরি রূপের আশাতে-
হঠাৎই দেখা;
চেনা এ ধরায়, অচেনা পল্লবীতে।
শত শত রঙ সেক্ষণে ঝরে-
আনন্দ-মন মিটিমিটি হয়ে জ্বলে,
সে' হুরে দেখি বাকি মোর জীবন-
অধিকারী হবো;
এমন হাসি আর মুচকি ঠোঁটের তিলে।


এপ্রিল ১৮, ২০১৮