অসহ্য মুহূর্ত


ওটা ছিলো ভার্সিটি গেট বিনোদপুরে বছর
পাঁচ আগে মাথায় চেপেছি গবেষণার ভূত
নাসিরের মগজে আল মাহমুদ দুপুরে চা পথে
অকষাৎ তুমি,আগবাড়িয়ে কথা তুলি'চলো
বসো'আকাশ ভেঙ্গে পথ মাপি সম্মুখে আঁধার
স্বপ্ন নয় বাস্তবে সমান্তরাল যেন সমুদ্র তুফানে
ভাবনার ঢেউ ছুয়েছে সব শুদ্ধ ক্ষীরের ঘ্রাণ
তবু জবা'র নিভৃত হ্নদে বহুদিন গোধুলী ভিড়
করে চোখে জলসি সাহারায় কী অসহ্য মুহূর্তে
আমি দ্বিধাহীন;ভালবাসা তুমুল বারুদ জ্বলছে
বোধ হয় বিধাতা তাবৎ বিষাদ ঢেলেছে হ্নদয়ে
মানুষ এমন কী করে হয়?জুলুম ফিতায় বাঁধে
সুখের নকল নকশা!ভেঙ্গে জীবন নদী পাড়
আগুন বৃষ্টি ঝরছে ভিজে যাচ্ছে মাটিময় দেহ।


ঘাসের কাপালে শিশির ঝরা দুঃখ যেন ভোর
বিচ্ছেদ কেপেঁ উঠে পৃথিবীর দীপ্ত সুর্য্য কিরন
আমি কোন গ্রহণ কালে!কাবাব শিরা তপ্ত রুধি
কন্ঠনালী কোন তর্জমা খোঁজেনি সেদিন,ভিন্ন
বাগধারায় শুনি অন্য সিঁড়ি মাড়ান,যদি মনের
কোটর বাতায়ন পর্দা দোলে দ্রোহ খর বাতাসে।


হ্যা!ভালবাসায় নগ্ন অগ্নিগিরি বুক চিরে আসে
সময় ডিংগার নাউ,তুমি চলে যাও!ধরনীর রঙ
কেচে স্বপ্ন উড়াও নিশির সাঁতার পিপাসু ঠোঁটে
সম্ভবনার তেছপাতা গামছায় মুছিনি রত্নছটা
হ্নদয় ঝিল্লির ঝাঁঝরে রেখেনি কাঁচকাটা হিরে
তুমি এই ক্ষুধার পৃথিবী বাঁকে হারিয়ে স্বর্গর খিল