গত রাত্রি নির্ঘুম ছিলো কার? যে কিনা আলোর
পিপাসা বুকপাজরে বেধেছিলো,ভালবাসা তীর
জন্ম বৃত্ত কালের পরিধি চোষে কত বিষাদ চুয়ে
হ্নদ রক্ত ক্ষরণ শেষে অগ্নিশিখা জ্বলছে সমীর
মনপাড়া ভস্মীভূত শুধু নিশ্বাসের হুইসেল শুনি
ভাঙার প্রতিধ্বনি বাজে চোল্লিশের ঐ মোহনায়
সময় বিশ্বাসের ছদ্মবেশী বনে গেছে তবু পাষন্ড  
জীবন প্রতারণা ফাঁদে কত পুস্পমাল‍্য বিলায়।
পয়ার পায়রা পালকে কত অনুভব উল্লোসিত
হয় দিনে দিনে নগ্ন আকাশ রঙের বাহাদুরি
বিন‍্যাসে ভালবাসার ভাঁজ,সীমান্ত প্রহসনের
অংকে বারূদ জ্বলা প্রস্থান সঙ্গীতের রাগ গায়।


পলির পল্লোলে শীতল জলস্নানে যবতী যমুনায়
কত পুঙক্তি রচে শরৎ শ্রাবণ সূর্য মেঘ সূতোয়
ভাষা ঋণখেলাপি হলে বোধ দাড়িয়ে নির্বাক
প্রেম তবু ফ্রেঞ্চ উপ‍্যাখান বাতায়নে উকি দেয়।
কালের গ্লাসে মধু ঢালে চন্দ্রিমা রাত্রির বধুয়া
মনের বসনে রাজাধিরাজ নত শিরে নির্বাক।