ডুমের ঘরে জন্ম নিলে কী পথে তার স্বর্গ ভার
মানব শিশু জন্ম থেকেই পিতামহের ধর্মাচার,
মুচির কাজে হয়না শুচি ব্রাক্ষন খুজে শিষ্টাচার
বিশ্ব জুড়ে একই প্রভু কর্মফলে হয় বিচার।
বিশ্বাসের ভেদ বিচারে --হিন্ধু বৌদ্ধ খৃষ্টান
মাটির গড়া একই দেহে রক্ত শিরা একি প্রাণ।
জগৎ জুড়ে পুন্য ক্রেতা শুন্য হাতে সবাই যাই
অদৃশ্য সব কর্মবোঝা মাথায় চেপে এমনি ধাই।


কেউবা নিজের কর্ম দিয়ে ছুটছে যে স্বপ্ন সমান
কেউবা শুধু পথে পথে খুচ্ছে শুধু ভগবান,
দিন চলে যায় রাত্রি আসে মৃত্যু নামে সন্ধ্যাপুর
সময় থাকতে পথ চিনে নাও যেতে হবে বহুদুর,
কোথায় যাবো কোথা যাবো ভাবছো  শুধু মিছে
ভালবেসে খোদা, সৃজিলে মানুষ ,দ্বিধা  কিসে


সত্য সরল পথ চিনে চলতে হবে সঠিক দ্বীনে
তুমি কিসের বলে হবে পার হাশরের ঐদুঃর্দিনে
কর্ম তোমার বিকল হবে বিশ্বাস যদি দৃঢ় না হয়
শান্তিরপথে মুক্তি মেলে মনে প্রাণে আল্লাহ ভয়