বিশ্বরোডে চলছে কত গাড়ী
ছুটছে  ট্রাভেলস সারি সারি
সকাল বিকাল রাত্রী দিন
চলছে    বাস বাজিয়ে বীন
থামছে    গাড়ী কাউন্টারে
উঠছে     দেখি পেসেন্জারে
ডাকছে       জোরে  হেল্পার
কন্ঠ যে,    তার - সোচ্চার,
ছুটছে মানুষ  ডানে বামে
নষ্ট সময় পড়লে জ্যামে।
কত ঘটনায় মৃত্যু ঘটে
লেখা হয় কি স্মৃতিপটে,
তবুও মানুষ চড়ছে গাড়ী
যাচ্ছে অফিস ফিরছে বাড়ী।


একটি নদী জল


একটা নদী জল ছল ছল
একটা স্মৃতি ভাসে অবিকল।
একটা  জীবন সময় যে অল্প
যেন দুখিনীর দুঃখের গল্প।।
একটা নদী ভাঙ্গের শব্দ শুনী
একটা পাড়ে আপন স্বপ্ন বুনি।
একটা আকাশ নীল রঙ মাখা
একটা মনপাখি নেই যে পাখা ।
একটা ঘোড়া ছুটছে অবিরাম
কে জানে কোথায় তার লাগাম?
একটা পড়োজমির দ্বন্দ সংঘাত
আকাশে চাঁদ,নিচে যত রক্তপাত
একটা রাত কী অদ্ভুত অন্ধকার
পূবের আলোর প্রত্যাশা সবার।
একটি পৃথিবী মানবের ঠিকানা
এখনও অনেক রহস্য অজানা,
একটি মনঘুড়ি শুধুই উড়ছে
একটি চাকা অবিরাম ঘুরছে।
একটি বাড়ি তিন মহলের ঘর
পাহাড় দাড়িয়ে স্থির ও অনড়।
একটা সময়  নিঝুম নির্ঘুম রাত
জোৎস্না ফুয়ারার পূর্নিমা চাঁদ।
একটা অসীম উদার আকাশ
নিঃস্বার্থ নির্মল বহিছে বাতাস।
একটা পিপাসা  যার নাম আশা
একটা মানুষ কত রকম ভাষা ।
একটা দুঃখ ভুলা যে যায় না
সুখের নাগাল কেউতো পায় না।
একটা ঘড়ি ঘুরছে টিক টিক
বুকের গহীনে শব্দ ধিক ধিক।
একটা ঘুম খুব যে  দরকার
বিনিদ্র রজনী কাটেনা যে আর।
একটা যমুনা  বাস্তূহারা কতো!
নদী সিকস্তির দুঃখ শত শত।