মাটি মানুষের গন্ধে এ পৃথিবীতে এসেছিলাম আমি
মানুষ হতে পারিনি- শূন্যতায় ভরে গেছে এ ভূবন
লজ্জা বিচ্ছিন্নতাবোধ ক্রমশ জড়িয়ে ধরেছে আমায়
আমি হাওয়ায় উড়তে পারিনি- চন্দ্রমল্লিকা,নদীর স্রোত দেখিনি,
আমি চলে যাব জনশূন্য কোন এক সেন্টহেলেনায়
শ্বাপদসংকুল গিরিপথে শুয়ে থাকব আজীবন
মানুষের গন্ধ শুকবনা- দেখবনা চরনচিহ্ন তোমাদের।
তোমাদের কাছে এসেছিলাম- তোমাদের ভালবেসেছিলাম
ঘনঅন্ধকার,গভীর কুয়াশায় নিমজ্জিত হলাম
বুঝতে পারিনি সে পঞ্চদশীরাত- তোমাদের উজ্জ্বল অহংকার
আমার কষ্ট তোমার সুখ ম্লান হয়ে গেছে
ম্লান হয়ে গেছে ধীরে- আস্তে আস্তে শেষের বাতাসে।।