সাগরের নোনাজল,পাখা ঝাপটানো বাতাসে একদিন স্বপ্নেরা ভেসে যেত দিগন্তে
ঢেউয়ের পরে ঢেউ , জলের কনায় ভাবনাগুলো রঙিন হতো দিনের পর দিন
বিশালতা হারিয়ে আজ একাগ্রতা পেয়েছি  কারো নয়নের কোনে,
নীল আকাশ,পাখির সারি,উড়ন্ত মেঘের ভেলা- আনমনা করেনা আমায়
শিশিরভেজা শরৎ সকালে জাগা হয়না আর
শেফালী ফুলগুলো শুকিয়ে গেছে,বকুল গন্ধহীন প্রায়
আমি দেখি আজ কারো চোখে-কাঁশফুল আর ঘন কেয়া বন
শৈশবগুলো এলোমেলো হলো- গল্পগুলো শেষ প্রায়
স্বপ্ন ভেংগে, নতুন সকাল- নতুন সন্ধ্যার টানে- কারো মাঝে হারিয়ে নিজে - তারেই
রয়েছি ঘিরে।।