একদিন এ পৃথিবীর পাড়ে-তোমাদের সবুজ চত্বর
লাল,নীল,সোনালী আকাশ- ভালবেসেছিলাম অামি
ভালবেসেছিলাম- ঘোর অন্ধকার,কালীমাঘা মেঘ
দূর দিগন্ত- তোমাদের ইতঃস্তত পথচলা।
শ্রাবনের দিনকে ভালবেসেছিলাম অামি- অঝোর বর্ষন
টানা টানা মেঘের গর্জন- তোমাদের হাসিমাখা কথা।
ভালবেসেছিলাম এ সরুপথ- ছোট ছোট কেয়াবন
কাশফুলের শ্বেত শুভ্রতা- তোমাদের অাকুল অাহবান
বাশবাগানের একটানা ঝিঝি পোকার গান
কাজলা দিদির ছোট বোনটিকে ভালবেসেছিলাম- কোন একদিন।
কোন একদিন দেখেছিলাম- তোমাদের হরিন ডাগর চোখ
সাদাসাদা বক,ধুসর ঘুঘুর দুপুর মাতানো কন্ঠস্বর
ভাটিয়ালী,ভাওয়াইয়া তোমাদের মনিপুরী নাচ।
ভালবেসেছিলাম এ বাতাস,নীলজল তোমাদের মধুর প্রতীক্ষা
গভীর অন্ধকার,নির্জন অাকাশ,দূরতম দ্বীপকে ভালবেসে
অামি অাজ চলে গেছি তোমা হতে দূরে।।