সমুদ্রের সফেদ ফেনার মত উথলে উঠে সে
পূবালী হাওয়ায় - ঝর ঝর পাতার কাঁপন
মনের গহীনে কার ছবি- ক্ষনে ক্ষনে উঁকি মারে।।
নির্ঝরে বৃষ্টির মায়া- চোখ তার মায়া কাড়ে মন
কেন সে এলোনা ফাগুনে - বসন্তের
দিনে।।
মনের গভীরে কান্না - টুপটাপ জল
অজান্তে মিশে যায় - স্মৃতির সব ফুল
ঝরে যাবে শিউলি, বেলী- শত গাঁদার গন্ধ রাশি
শুকালে ও বিলাবে অন্তর মোর হারানো বকুল ।।
২৪/৭/২০১৮
2.00 PM