জীবনের খাতা শূন্য রইল নিজে নিজেই জ্বলি
বর্তমানরা অতীত হয়ে গেল দিয়ে মুখে চুনকালি।

আমা্কে কেউ লেখার মত কলম দিলনা শুধু দিয়ে গেল কালি
আজ চোখের আড়ালে থেকে থেকে বলে আমি চোখের বালি।


আপন ভেবে ভেবে দেখিস আমি কে ছিলাম তোর
দিন কয়েক গেলেই বুঝে যাবি কেমনে হাসে ভোর।


আদো আদো বাচ্চা যেমন চেয়ে চেয়ে বলে আম্মু
কারণ ছিল ক্ষুধা পেটে তার তাই মায়ের সুধা কাম্য ।


ভালোবাসা সব ঊজাড় করে দিতে চেয়েছি তোমায়
দিন শেষে যেন মায়ার ডালায় ঢেকে রাখ তুমি আমায়।


চীরদিন কেউ থাকেনা কেউ থাকবেনা আমিও তেমন
তবে দূর দূর করে তাড়িয়ে দেয়ার ছিল কি প্রয়োজন।


খাতায় লিখে বোঝান যায়কি অচে্তন প্রেমের অঘোর
বুঝবিনা এখন বুঝবি সেদিন যেদিন আপন হবে পর।