সুন্দর তুমি প্রীতি বহু মনে উচ্ছ্বাস করি অতি
আপন ভেবে
তুমি কে সেটা ভাবিনি খুঁজেছি শুধু স্মৃতি
নতুন অঙ্কনে
জানি সেই তুমি মিশে এককার সেদিনের
কথোপকথনে
আজো সেই গান গেয়ে যেতে চাই প্রেমের
সেঁজুতি নামে।
চল যাই
চল সুন্দরগঞ্জের সুন্দরপরি দেখে আসি ঘুরে
যদি ধরতে পারি কোন ভাবে থানা পুলিশ দিয়ে
পোষ মানিয়ে রেখে দেব হৃদকক্ষ ঘরে।
চল নতুনের জলসা আঁকি-
কেনরে মন মিছে বনে বাদাড়ে ঘুরে বেড়াবি
চল আর একবার ঘুরে আসি মনবান্ধার চরে
যেখানে ময়না পাখি ঝাক মারিয়া ঊড়ে।
কবে কোনসে দিন পাবি তারে নতুন করে-
মনের ডাকে প্রিয়া আজ সাগরিকার ক্যানভাসে
ইচ্ছে করে রঙ তুলিটা মাড়িয়ে দেই শিকল ছাড়া
বাঁধনে
লোটন লোটন পায়রাগুলি ডাকে বাকবাকুম
আমার ময়না তাই শুনিয়া খুঁজে তারে ছেড়ে
নিদ্রাঘুম।
আলোচকের প্রবল বাক্যে আলোকোজ্জ্বল সত্য
তাইত আমি জলসা আঁকি গৃহ দেয়ালে মাঙ্গল্য
চিত্র।