চার দেয়ালে বাঁধা জীবনে ঋতু বৈষম্যের মাঝে
তোমার প্রতিচ্ছবি যেন ধরা দেয় ছায়াছবি হয়ে।


বধূর রূপে মধুর তুমি, সুন্দর গুলবদনে সুবদনী
তুমি অপরূপ ফাগুনে, প্রাণবল্লভের মধুমঞ্জরী।


তোমায় ভেবে ভোর বেলাতে স্বপ্নে যখন হাসি
আমার সাথে আঁড়ি বাঁধে সকাল বেলার পাখি।


তোমার বদনেতে মিষ্টি হাসি কাঁপন তুলে বুকে
এক পলকে্র আড়দৃষ্টিতে মনটা নিলে কেড়ে।


রাঙা তোমার ঠোঁটরে কন্যা, রাঙা তোমার গাল
কপালের ঐ টায়রা টিকলি যেন ঝাপটান চাল।


লম্বা চুলের ঢেউয়ের মাঝে, ঝুমকা দুটি দোলে
মৃগনয়না চোখের নিচে, টেপা নাকটিও খেলে।


তার হাতে চুড়ি সোনার আংটি,আছে গলায় হার
নাকের বেশর নথও আছে, লজ্জা ভূষণ তার।


সোনার বরণ কন্যা তোমার, সোনার হাত পাও
তোমার প্রেমে মরতে পারি যদি ভালোবাসা দাও।


তোমার জন্য যতই লিখি, শেষ হবেনা প্রণয়িনী
কারণ ভালোবাসার হিসাবানা ষোল আনাই বাকি।