উদাসী মন টাল-মাটাল জীবনে কয় জনকে
দিবি জাগা;
যেই আসে সেই হতে চায় সোনায় সোহাগা।
ভালোবাসা রেখে যাই, আজ কাল করেই
বলিনিত কাউকে মনের কথা।
বিশাল ধরাধামে কেউ সুখে, কেউবা দুঃখে
কি আর হবে খুঁজে শান্তি নামের নিরবতা ।
বলছি শোন -
তুমি, আমি আছি বেশ,আছে দুষ্ট-মিষ্টি হাসি
আনন্দের রেশ;
মুগ্ধতার মাঝে অকথিত প্রেমের স্নিগ্ধ রসে
জাগায় ছোট খাটো হৃদ স্পন্দন,সেই কথাটি
অবাধে বলে দিলেই যেন শেষ।
নেশায় মত্ত মন, ভেতরে বিরহ জ্বালা ভীষণ
কেতা দুরস্ত হয়ে ঘুরে আমি খুঁজি সারাক্ষণ
কবে হবে বন্ধু তোমার আমার মিলন।