নদীর একুল ভেঙে ওকূল গড়ে কিন্তু আমার ক্ষেত্রে
কোন কূল থেকে যে প্রেমের অবক্ষয় !
প্রিয়ন্তিকার লোচন শোভা দুর্লভ কর্মকাণ্ড -
আমায় ভাবিয়ে তুলল  আরো একবার ;
সেই দিনেই কি
শতাব্দির জমানো কথার নিরূপণ করাতে
আমাকে প্রখ্যাত করেছিল তার কাছে ?  
কাছে পেয়ে কেউ সুখি অথবা ছেড়ে গিয়ে কেউ সুখি
কেন আমি কি কাছে টেনে নিয়ে কি ভুল করলাম?
বন্ধুত্বের মায়াজালে বাঁধতে চেয়ে বুঝলাম
সে আমার কাছে বন্ধুত্ব চায়না;
এটাই যদি ভুল হয় কেন শত্রুতা হয়না  
শুধু মন নিয়ে অপদস্থ বারবার;  
দু কলম লিখ লেই প্রশ্ন জাগত আমি কবি নাকি কবিতার?
আজ আমি বুঝতে পারি-
আমি নইত কবি না ছিলাম কোন কবিতার!


বি.দ্রঃ প্রকৃতির সাথে বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিরিতি এমন ছিল তিনি শত বর্স পরেও ফাগুন আসবে সেটা নিরূপণ করে রূপায়িত করেছিলেন।আর আমি সাধারণ ভাবি আগামী ১০ বছর পরেও ফাগুন আসবে তাই যদি একটু ধৈর্য ধরে শান্ত-স্নিগ্ধ-অপ্রতিম প্রকৃতি কিছু সময় যদি অপেক্ষা করতে না পারে তবে সে প্রেমের অন্তেই আনন্দ।