তুমি কোন জোছনায় ভিজাও আমায়
                  কোন নীলিমায় রাঙো
বৃষ্টিভেজা রাতে আবার
                   তোমার কাছে টানো।
আধার ঘরে জ্বালাও বাতি
               করো কালো জীবন ধলো!
অশান্তিকে বুকে নিয়ে
                       শান্তির চিত্র আঁকো।
শত যাতনা  ভুলাও তুমি
        প্রেম সমিডোরে ভালোবাসার রঙে
শত কষ্টের ফুলদানিটা
                     রাখলে নিজের মাঝে।
শান্তি নামের প্রদীপ শিখা
            জ্বালাও তুমি প্রেম বিরহে জ্বলে।
দেখ বাংলার ঘরে ঘরে
                  জেষ্ট , গোপাল চেয়ে
কত সবিনয়ে গড়েছে স্বর্গরাজ্য
                    স্বামির ভালোবাসা নিয়ে
সংসার আলয়ে।
রাখিও চিত্তে তারে হেলিওনা কখনো
                 জাতের মেয়ে কালো ভালো
দৃষ্টি যদি ফেলো।
দেখবে কত মায়াবী,
               মমতাময়ী,প্রেমময়ী দৃষ্টি দিয়ে
জ্বেলেছিল সে আধার ঘরে আলো।