লভিছে লভ্য আজই করিয়া সমর্পণ
হয়েছে পণ্য আজই স্বজন স্বজনী
বাণিজ্যিক রিলেশন।
স্বজন ভাবছে স্বজনীকে পাবে আকেলের নিয়ম
বিনা মূলধনে সপিছে সবই
আছে শুধু দর্পণ।
স্মরিয়া পশ্চাতে ভবে,সবই দিক নিদর্শন।
ভাবিছে সভ্য তারা জাতির নিদর্শন।
করিল কত গুণিজনে,মায়াবি আখিঁর টানে
ছাড়িল বিশ্বব্রক্ষ্মাণ্ড সুনিপুন আকর্ষণ।
দৃষ্টান্ত! দৃষ্টান্ত দেখিয়া কোনসে গুণিজনে
পেরেছে সভ্যযুগে লভ্যটান ছাড়িতে।
না ধরিলে আঁকড়ে, সবই গেল বিফলে
আকৃষ্ট মানবসত্বা, তব উন্নত ললিতব্যথা
রাখিছে যেইজন ।
ভালোবাসা বিদ্যমান মমতাময়ী
তারই কোমল আকর্ষণ।