রঙিন পৃথিবীতে বইছে বহু রঙ
তাদেরই মিলনে গড়েছে একটি মাত্র রঙ
রঙধনুর আছে সাত রঙ, অবুজ পাখির ডাক।
সাতের মাঝে এক রঙ, রঙ নাম ডাক।
ভিন্ন পাখির ভিন্ন নাম, পাখি নাম ডাক।


বনের আছে ভিন্ন প্রজাতি ভিন্ন ভিন্ন জীবজন্তু,
তেমনি বন্ধু নামের পরিচয় মেলে
বনের মাঝ থেকে গড়ে ওঠা বৈচিত্রের সিন্ধু।
বন্ধু নাম ক্ষুদ্র নাম ভেতরে ভরা বিন্দু,
তাকেও ভাঙলে পরে পাইযে খুজ়ে
অসংখ্য বিন্দু রাশির পুঞ্জে ভরা বিন্দু।


জীবন পথের প্রতিটা পদে,
সুখ দুঃখের ক্ষণে ক্ষণে
বিন্দু নামের অবস্থান মিলে।
বিন্দু! সেতো বনের মাঝে গড়ে ওঠা সিন্ধু
সেতো আমার বন্ধু।