কেউ বলে কেন মাতাল তুমি?
রেগে বলে, এত কি ভাল লাগে দুষ্টামি?
কেউ বলে, না আমি রাগ করবো কেন?
তুমি প্রেম মালা উদাস বৈরাগী।
কেউ বলে, তুমি গ্রীষ্মের সুশীতল হাওয়া
এতো বসন্তের ভ্রমরের গুনগুনানী।
কেউ বলে আমি হলেও রাগিনী,বাঘিনী
ঝরালে রক্ত আমার কাঁটার দ্বারা
আমায় করিওনা কখনো হেলা।
আমি বললাম কেন করবো অমর্যাদা?
যে ফোঁটায় ফুল নিজের বাগিচায়
সেতো দানিতেও পারে ভ্রমরের লটায়।
লোলুপ দৃষ্টি পড়বে তোমার পায়
কেননা রম্য,সৌম্য তুমি সৌন্দর্যতায়।
কেউ বলে তোমার নাই কবিত্ব চেহারায়
তবে গাহনিতে কেন লাগে কবির রম্যরসিতা?
আমি বললাম কবির কবিত্ব প্রকৃতির নীলিমায়
সৌন্দার্যের পাতায় পাতায়।
আমিতো ঘুরি কবিতার ছন্দ ছটায়
কল্পনার টহল-
আমি কবি নই কবিতার অনুসর্গের পাগল।