জীবনের পদাচারণে ভাবিলাম  আবাহনে
বলিলাম কণ্ঠ যাচাইয়া,গাহিলাম কোমলও
স্বরে; বন্ধন কেন হয় জগত মাঝারে ?
যাচিয়া দেখিল কত গুণিজনে,মায়াবী আঁখির
টানে,ভাসিয়া গেল স্রোতের জলে;
বন্ধন!সেতো এক জোড়া কবুতরের মতন।
জগত মাঝারে চাহিলাম অগোচরে,
প্রতিটা মাখলুকাতের মাঝে,সম্মুখ অগোচরে
তারা বলেনা স্বরে;
কিন্তু প্রতিটা বাকযন্ত্রে,ইসারা আঙ্গিকে
জড়িয়ে আছে ছোট খাটো হৃদস্পন্দন।
বুঝিলাম এটা যেন বিধাতার দেওয়া
সৌন্দর্যের মাঝে একটা অন্যতম অভিবাদন।
এই পৃথিবীতে প্রতিটা মাখলুকাতের খনিকের
আগমন, জ্বীন ও ইনসান বাদে অন্য সবই
সৌন্দর্যের পাটাতন।
হঠাৎ ভাবি এটা যেন ক্ষণিকের মায়ার আঁচল।
তারপর সব আঁচল ছিঁড়ে চলে যাবে পূর্বের
বাঁধনে, আসলে সকল সম্পর্কের মাঝে
জীবনের প্রতিটা ধাপে থাকে এটাই গোপন
জীবন সংসার একটা "মায়ার বাঁধন"।