আজি সাজিব তোমারি পণ্য লইয়া
আমি নারী কন্যে বশে থাকি, বিনা
আলিঙ্গনে নর অলঙ্কার ছাড়িয়া।


কেহ  বলে সোহাগ তোমায়,কেউবা
সপিছে তোমায় অলঙ্কারের নিমিত্তে;
আসল নকল  দেখল না কেউ বয়স
ব্যথার আবেগে।


ধরিত্রী ধরণী তব সৌন্দর্যধারী, কোথা
থেকে আসল সোভাবর্ধিষ্ণু অবরেণ্যবরী;
হাজারে আঠারো তোমার ভিন্ন রূপের
অধিকারী।


বাঁধিয়া রম্যরসে  রাখলে মোরে ঘুঁড়ির
বেশে, খেলিছ যখন তখন, টেনেছো
সদয় তোমারি সান্নিধ্যে।


শত রঙের এক রঙে, কেড়েছো মনের
জ্যোতি;চোখ ধাঁধিয়া যায় যে আমার
ভাবি যখন তোমার দানের সুমিত্রী।


চাইনা ধন, হিরা রত্ন,পাই যদি তোমার
দেখা;
সর্বদা করিব স্বামী তোমারি উপাসনা
শত দৈন্য দশা ছাড়িয়া,
আমি সাজিব তোমারি খুশির লাগিয়া।