অরূপস্বরুপ তুমি বিশ্ববিধাত্রী,
                   অঙ্গকে কেমনে সাজিয়েছো
ও রূপের সাবিত্রী।
অন্তরঙ্গ তুমি অন্তরালে কদাচিৎ,
            রাঙিয়া নতুন ব্রম্য অসীম সীমাহীন।
কি ছায়া কি মায়ায় জড়াও অন্তরালে
                          গেয়েছো স্বরূপ তোমার
শনশন আবওয়াহ দোলে।
কেড়েছো হৃদয় তব বসন্ত বিলাস,
                       সুর ব্যঞ্জনার করেছি সদয়
আনন্দ উল্লাস।
জন্ম তোমারি কোলে, শিখেছি তোমার বোল
ক্ষুধা মিটায়েছো তোমারি ব্রম্যে ভরা
সুজলা সুফলা শস্য-রবী-ধন।
এত ধন এত দৌলত  পেয়েছো কোথা থেকে
ওগো সুমিত্রীর ?
কোন সে দাতা দানিছে সভ্য যুগে
              প্রেম গরিমার আশি তলার মন সের।
সাবিত্রী তুমি রূপের খোলক
            আমি গায়িত্রী হয়ে গাইব চীরকাল
তোমারি "দুলোক ভূলোক"।