ভালোবাসার বিষের কাঁটা ফুটলো নবীনের পায়
ভাবছে সকলে কার পায়ে দাগ পড়ে যায়।
ভালোলাগা এক রথযাত্রা যেটা রথযাত্রায় শেষ হয়ে যায়
ভালোবাসা রথযাত্রা নয় মজিলে ফাঁসিতে হয়।
সময়ের বৈষম্যতায় বৈরাগী চেয়ে রয়
কোকিল বসন্তে কুহু কলরবে প্রকৃতি সাজায়।
সুরের ব্যঞ্জনা ধরে রথের রশি টেনে বিবাগী ডাকছে তোমায়
আস মোর আঙ্গিনায়,
জ্বলে যায় জ্বলে যায় প্রেম বিহনে অঙ্গ জ্বলে যায় ।
লাইলি-মজনু ,শিরি-ফরাদ
ভালোবাসার জোরে ভুলিল শত কাঁটার ভয়।
ভয়ের তাড়নায় কেউবা করে পাগলামি
ব্যথিত বসে আছে আসন্ন বসন্তের আগমনের সাঁজে।
কেউ চেয়েও চায়না ভেবেও ভাবেনা
সামাজিক বার্ধক্যতায়,মন দুর্বলতায়।
তবে সেটা নিয়ে সমালোচনা করা কারো অপরাধ নয়।
বলিলাম তাদেরই কণ্ঠ ধরে
এড়িয়ে চল তারে যে ভালোবাসাকে রাখল অবহেলার ডোরে ,
ভালোবাসো তারে যে ভালোবাসার মূল্য দিতে পারে ।