সোনা সোনা মুখ উজ্জ্বল আঁখি
তারই মাঝে ফুটে উঠে অমলিন হাসি।
বাঁধিল সুর গাহিল গান, তাই শুনিয়া
গাহিল বসন্তের কোকিলা প্রাণ।


দেখিল দিনের আলো, রাতের সন্ধা তারা
বলিল ধরণীর মাতা ছাড়া আর কারা!
ঘোমটার গোপনে উঁকি দেয় সন্ধা তারা
চন্দ্র তাকিয়ে থেকে বলে ওরা কারা।


বলিল পুঞ্জরাশি ডাকিয়া চাঁদকে
জ্বালিয়া দাও জোছনা রাতে রমনীদের মুখকে
তাদেরই মুখের হাসিতে চন্দ্র থাকে হাসিতে;
বলে ঐ দেখ তারা থাকে দেখিতে।


জবাব না পাইয়া চন্দ্র আলো দিল ছড়াইয়া
জবাব দিল রমনীর গৃহে ছোট্ট সোনা;
মধুর আমার মায়ের হাসিতে জ্বলে সন্ধা তারা।