দোষে গুণের মানুষ আমি নিত্য প্রেমে মজে থাকি
হয়ে তোমার হাতের বাঁশি ছন্দসুরে আমি দোষি;
ছয় কুহরে ছন্দ গাঁথি একটি হাওয়ার দোলায় দুলি যেমনে দোলাও তেমনি দুলি।
আদ্যধামে বাঁজায়ে ঢোল আমায় পরাও গলায় ফাঁসি।
কোন সুরে ডাকলে প্রভু আমি বিনে তুমি গরিয়সী?
আমি তোমায় এই জিঞ্জাসী ফুক না দিলে হয়কি ধবনী?
সামান্য থেকে হয় অসামান্য আকারে হও নিরাকার সতি:
কোন ধ্যানে খুঁজলে প্রেমিক হয় তোমার সহদর, মজনু অতি?
নির্দোষীঐ পরোয়ার দেগার নিজের দোষেই ভুগি!
মিটাইতে মনের বাসনা ফুরায়না মোর ধানাপানা!
আমি বলি ও রাব্বানা প্রেম সুর আর বাঁজায়োনা বেশি।