কোন এক অধরা মায়া ফুলের মত
মনকে দোলায় ;
কিবলে আর কি বলেনা এইত আমি
ভাবি সদাই।
তারে দেখেছি কাল স্বপনে রাতে
মিষ্টি করে হাসে ;
দুষ্টামিতে অপলক আঁখি চুলগুলো
তারে নিয়ে খেলে।
চুলগুলো চোখের মায়া বোঝে
তাইত চোখ ঢেকে দেয়;
কারণ ও চোখের পাতায় অনেক ভাষা
যে ভাষায় মনের কথা বুঝে সবাই।
তাই চোখের পাতায় আঁকায় প্রেমিক তেমন ছবি
যে ছবিতে মনির সাথে চোখের সংহতি;
লাল ঠোটে তার মায়াবি হাসির মাঝে
প্রকৃতির সনে মধুর পিরিতি।
কবিতায় কবি বলে তুমিকি সেই রূপসী
যার সাথে বাঁধতে চায় মন প্রেমের রশি।