তার পরও কিছু কথা থেকে যায়
সব কথা বলা হলেও – না বলার আক্ষেপে।
তার পরও কিছু সৃতি থেকে যায়
সব সৃতি স্মরণ করা হলেও মনের উল্টো পিঠে।
সব কথা লেখা হলেও কিছু কথা থেকে যায়
ঘাটনার প্রবহে –রুপকথায়।
সব ইতিহাস লেখাহলেও
কিছু ঘাটনা থেকা যায় –মানুষের আন্তরে।
এই সব কথাগুল, সৃতি সব ঘটনা আর ইতিহাস একদিন, একদিন বোঝা হয় সভ্যতার পাদপীঠে।