আমার সকল কৃতজ্ঞতা আমার অন্তরে
আমার চোখর স্থির কনিয়ায়।
আবদ্ব ডাইরির পাতায় পাতায়
স্থবির সাদা-কালোয় আমার কৃতজ্ঞতা
আমার কৃতজ্ঞতা সৌজন্যবোধের জন্ম দেয় না
আমার কৃতজ্ঞতা প্রতিদান দেয়না কারও।
আমার কৃতজ্ঞতা নিরব ভাষার অপলক চাহনিতে।
কোন সন্তান পারে প্রতিদান দিতে
তোমাকে জননী?
আমি তোমার নিকট কৃতজ্ঞ হই
আমার কাছেই।
আমি কৃতজ্ঞ হই
তোমার নিকট শিশু -যখন তুমি আমার কোলে সুখী।
আমি কৃতজ্ঞ হই তোমার নিকট বন্ধু
যে তুমি আমার পাশে দাড়িছো অসময়
অন্য কারও পাশে দাড়িয়ে।