এক দিন এইখানে এই মাঠের পর
ফাল্গুনের দুপুরে বাবলা গাছের ডালে
শোনা গেছে কত সব ঘুঘুপাখীর ডাক।


এইখানে এই মাঠের মৃত বুকের পর
ধূসর রঙের সব ঘুঘুপাখীর ঠ্যাং
ডেকে ডেকে উড়িয়েছে ধুলীবালীর ঝাঁক।


এই বনের কত গাছের
চালতে পাতার ফাঁক
ডেকে গেছে যেই পাখী, সেই কথা থাক।


একদিন যেখানে ছিল যত
নীল চোখা ঘুঘু পাখীর বাস
এখন আবজনায় দেখি ভেজা ভেজা কাক।।