নক্ষত্রের আনাগোনায় বিভ্রান্ত সপ্তষী
মহাকষের গতিপথে কিছু নক্ষত্র বিলুপ্ত   প্রায়
তারা কি আসবে না পৃথিবীর খুবই কাছে?
নাকি প্রচারনার ঘূন্ চক্রে তারাও হবে কক্ষচুত্য।
রহস্যময়ী পিরামিডের সংখ্যা কতই বা হবে
তার বুকেও চলে সমালোচনার রোবট।


একদিন তাদেরও সন্ধান মিলবে
মহাকষের গতিপথে চাঁদও হারিয়ে কোথায়
পিরামিডে পিরামিডে ছেয়ে যাবে পৃথিবীর ছাদ
তখন রবি তুমি কোথায় থাকবে
আসবে কি মাথার পরে?
নাকি অসখ্য নক্ষত্রের মত তুমিও হারিয়ে যাবে
                                                           ব্লাকহোলে?
নক্ষত্রের আনাগোনায় বিভ্রান্ত সপ্তষী।
বিভ্রান্ত আমি, বিভ্রান্ত আমার কবিতা।