হারিয়ে যাব
আমি একদিন সিদূরের মেঘে
যখন সব পাখী ঘরে ফেরে ক্লান্ত ডানা নিয়ে।
যখন দুরান্ত কিশোর ক্লান্ত হয়েছে ঘুমিয়ে
পড়ে - মায়ের কোলে মাথা রেখে।
যখন নদীর বুকে আলো জ্বেলে শত শত
               জোনাকি চরের বেড়াবে।
আমিও একটি জোনাকি হয়ে চলে যাব
                                ঐ দুর আকাশে।


তুমি হয়তো তখন আমাকে খুঁজবে
বনে বাদাড়ে, নামে না জানা পাখীদের ভিড়ে।
হয়তো ভাললাগবে না কাঁঠবিড়ালীর অবাধ বিচরন।
ভাললাগবে না পৃথিবীর কোলাহল।
তাইতো এই শান্ত নদীর কাছে এসে
নদীর মতো হতে চেষ্টা করবে।


আমি তখন হারিয়ে যাব আকাশে
অনেক নক্ষত্রের মাঝে -একটি নক্ষত্র হয়ে।
তুমি যদি আমাকে চিনতে পার কিশোরী।
এই ভৈরবের তীরে সবুজ ঘাসে শুয়ে
                           বুক পেতে দিও।
দেখ আমি ঠিকই তোমার বুকে আছি
                       সবুজের ওড়না হয়ে।