বুভূক্ষের পেটে ক্ষুধার তীব্র জ্বালা
কে পরেছে জয়ের পুস্পমালা?
চারিদিকে আজ ফনিমনসার ফনা
মৃত্যু প্রহর করিছে আনাগোনা।
শিশুর হাতে ধরিয়ে বিজয় কেতন
যে শিশুটির হয়নি কোন চেতন।
ভাবছ তুমি, কেমনে রাখবে মান?
দেরি নেই আর নিজেই ধরবে কান।
জয়, জয় ,জয়
সোনার বাংলা জয়।
তাল তাল সোনা খুড়ে খুড়ে ক্ষয়।
করছে আজ কারা?
উত্তর কভু দেয়নি আমায়
উত্তর জানে যারা।
গনতন্ত্র টিটকেরি কাটে
চারপাটি দাঁত হেসে।
ভুড়িটা বুঝি বাড়ছে তোমার
দেশকে ভালবেসে।।