কবিতার পংতি গুলো খসে খসে পড়ে
নষ্ট ফুলের পাপড়ি গুলোর মত।
বিশ্রী গন্ধ ছড়ায় আম্ল ডেক তুলে
কবিতা এখন বদহজমে ভীষণ রকম
                          পেটের ব্যথা।
কবিতা আমার হয় না এখন
তেলের মত লেখা।
জলছাপ আর ছায়ার মত
                      দুর্বোধ্য ছবি।
কবিতা আমার হয়না জানি
আবল তাবল লেখা,
কোরাস মাছের স্বাদটি এখন
যায় না তো আগের মত পাওয়া।
কবিতায় আর আগের মত
যায় না আমাকে পাওয়া।
আমার মাঝে অন্য কারা
অন্য সুরে কাঁদে
আস্রু আমার ঝরে নাতো
নষ্ট কবিতা ঝরে।