নক্ষত্র ছুটে যায় নক্ষত্রের দিকে
চাঁদের আলো ছুটে আসে পৃথিবীর বুকে
-সাগর ,সবুজ মাঠে নিস্তব্দ পৃথিবীর রাতে।
তবুও নক্ষত্র পায়না নক্ষত্র
চাঁদ পায়না সাগর, পৃথিবীর খোলা বুক।
নদী ফিরে যেতে চায় পাহাড়ের বুকে
অতিথী পাখী চায় বরফের দেশ।
আবার জোয়ার আসে -বসন্ত আসে ফিরে
তবুও নদী পায় না পাহাড়ের বুক
অতিথী পাখী হারায় পথ।
তবে সে কেমন করে পাবে ছায়া
পাড়ি দেবে এত দুরের পথ।