ব্যস্ত সড়ক
তীরের মত টানটান করে শুয়ে আছে
                                              বুক ফুলিয়ে।
এখন সে বলিষ্ট যুবক।
শত শত চাকা পৃষ্ট হয় প্রতিনিয়ত তার বুকে।
এইত কয়েকদিন আগেও সে ছিল
জনমানবহীন এক ছায়াঘেরা পথ।
এখন সে সড়ক।
হাত ধরা ধরি করে কত যুবক যুবতী
হাটিয়াছে এই পথে কত।
রমনীর নরম নরম পা যার বুকে কেপে কেপে উঠেছে শুধুই
এখন সে বলিষ্ট যুবক।
৮০-১০০ স্পিডে চাকা ঘোরে তার বুকে
সারি সারি চলে শুধুই।
হাত ধরা ধরি করে নাতো কেউ।
এখন সে সড়ক।
বয়সের তালে তালে হয় সে
নিত্য নতুন যুবক।
যুবক হয় বটে, তবে প্রাণ নেই তার
এখন সে বলিষ্ট মৃত যুবক।