আজও এই মৃত পৃথিবীর বুকে
বৈশাখ আসে নিঃশব্দে
খালি পায়ে হেঁটে হেঁটে
রৌদ্র ছায়া খেলা করে বনে
তাপ্ত মরুর ধূসর বালু দক্ষিণ
সমীরণে।
রৌদ্র মেখে তেমনি করে
ছড়িয়ে পড়ে মনে।
আজও তেমন তরমুজ ক্ষেতে
পাশের কাশবনে, শেয়ালগুলো
ডেকে চলে রাতের আন্ধকারে।


তেমনি করে কল্পনা হয়ে কৃষ্ণমেয়ে
আসে। নাগ্নপায়ে খোলাচুলে
মনের কপাট ভেঙ্গে।


তেমনি করে
আজও মনের আম কাঁঠালের বনে
সৃতিগুলো গুইসাপ হয়ে
খসখসিয়ে চলে।


আজও নদীর জোয়ার এলে
ডেউয়ে খেলা করে। তেমনি করে
পুন থাকে কানায় কানায় জলে।


খরগোশ আজও আদর করে
খরগসীকে চাটে।
বৈশাখী সুধু আসে না তো
বৈশাখের-ই কাছে।


--১২/০৪/২০০১