আমাকে তুমি একা থাকতে দাও
বড় একা, বড় একা
আমার ঘুম ভাঙ্গাবার চেষ্টা করোনা, বিফল হবে
আমি যত বৈরিতার পাটাতনে পিষ্ঠ।


ঘুমিয়ে আছি বেশ আছি,
চোখ খুললে যে হৃদয়জল ঢেউ খেলে
কূল ভাংগার ভয়ে নীদ কেড়ে নেয়
তবে কেন অযথা পুনঃঘুমের চেষ্টা।


ঘুমিয়ে থাকলে মুখ বন্ধ থাকে
তাই ভালো কী প্রয়োজন
অযথা মৌয়ের চাকে ঢিল ছোড়া
তাতে আমার অরিন্দমই বাড়ে।


তাই ভালো বেশ,
বিবেককে অবোশ করে,
অকেজো করে রাখতে পারি
এখানে বিবেকের হলি খেলায় মগ্ন জীব।
অযথা ঘুম ভেঙ্গে এদিক ওদিক
হাহাকারের সুর আর বেদনার লোনাজল
দেখার কী মানে আছে।
আমিতো জানি অন্ধ বোবার কোনো শত্রু হয়না।
আমি হয়তো পূর্ণ অঙ্গে তাই হলাম
বেশ! আমাকে ঘুমিয়ে থাকতে দাও।
তাং- ১৫-৬-১৭